Breaking Post

History of IPL (Indian Premier League)


ভারতীয় ক্রিকেট IPLএর আগমনের সাথে সাথে শুরু হয়ে যায়, এক নতুন অধ্যায়। এই IPL শুধু দেশি ক্রিকেটারদের বিদেশি ক্রিকেটারদের সাথে খেলার সুযোগ করে দিয়েছে তাই নয়, দেশের অর্থনীতিতেও এই টুর্নামেন্ট তার প্রবল প্রভাব রয়েছে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য IPL সম্পর্কে গুরুত্বপূর্ণ one liner দেওয়া হল।  

IPL ( Indian Premier League)



প্রথম আইপিএল


·         প্রথম আইপিএলে মোট আটটি দল অংশগ্রহণ করেছিল

·         এই আইপিএল-টির স্পন্সর ছিল ডিএলএফ

·         প্রথম আইপিএলে বিজেতা রাজস্থান রয়েলস তখন এই টিমের ক্যাপ্টেন ছিল সেন ওয়ান

·         প্রথম আইপিএলের রানার্স আপ হয়েছিল চেন্নাই সুপার কিংস এই দলটির ক্যাপ্টেন ছিল মহেন্দ্র সিং ধোনি

       IPL WINNERS LIST

Year
Winner
Runners up
Venue
Player of the Series
2008
রাজস্থান রয়েলস
চেন্নাই সুপার কিংস
মুম্বাই
শেন ওয়াটসন
2009
ডেকান চার্জার্স
রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর
জিহানসবাগ্
অ্যাডাম গিলক্রিস্ট
2010
চেন্নাই সুপার কিংস
মুম্বাই ইন্ডিয়ান্স
মুম্বাই
শচীন টেন্ডুলকার
2011
চেন্নাই সুপার কিংস
রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর
চেন্নাই
ক্রিস গেইল
2012
কলকাতা নাইট রাইডার্স
চেন্নাই সুপার কিংস
চেন্নাই
সুনীল নারিন
2013
মুম্বাই ইন্ডিয়ান্স
চেন্নাই সুপার কিংস
কলকাতা
শেন ওয়াটসন
2014
কলকাতা নাইট রাইডার্স
কিংস ইলেভেন পাঞ্জাব
ব্যাঙ্গালোর
গেন ম্যাক্সওয়েল
2015
মুম্বাই ইন্ডিয়ান্স
চেন্নাই সুপার কিংস
কলকাতা
এন্ড্রু রাসেল
2016
সানরাইজ হায়দ্রাবাদ
রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর
ব্যাঙ্গালোর
বিরাট কোহলি
2017
মুম্বাই ইন্ডিয়ান্স
রাইজিং পুনে সুপার জায়েন্ট
হায়দ্রাবাদ
বেন স্টোকস
2018
চেন্নাই সুপার কিংস
সানরাইজ হায়দ্রাবাদ
মুম্বাই
সুনীল নারিন
2019
মুম্বাই ইন্ডিয়ান্স
চেন্নাই সুপার কিংস
হায়দ্রাবাদ
জাসপ্রিত ভোমরা

IPL 2019 12 তম edition

  • Ø  মোট আটটি টিম অংশগ্রহণ করেছিল
  • Ø  হাইয়েস্ট বিডিং প্লেয়ার হলো যাদেব ঊনাদকাট
  • Ø  এই আইপিএল এর অন্যতম পরিবর্তন হল দিল্লি ডেয়ারডেভিলস পরিবর্তিত হয়ে দিল্লি ক্যাপিটালস পরিণত হয়েছিল এবং এই নতুন টিমের ক্যাপ্টেন ছিল সাইরাস লিয়ার এবং কোচ ছিলেন রিকি পন্টিং
  • Ø  এই নতুন দিল্লি ক্যাপিটাল এর ফ্র্যাঞ্চাইজি ছিল দুইটি গ্রুপএকটি হল GMR গ্রুপ এবং অপরটি হলো JSW গ্রুপ
  • Ø  এই আইপিএলে অরেঞ্জ ক্যাপ পেয়েছে সানরাইজ হায়দ্রাবাদের ডেভিড ওয়ার্নার
  • Ø  সব থেকে বেশি সিক্স মারার রেকর্ড আছে কলকাতা নাইট রাইডার্স এর এন্ড্রু রাসেলের
  • Ø  সব থেকে বেশি চার মারার রেকর্ড আছে দিল্লি ক্যাপিটাল শেখর ধাওয়ানের
  • Ø  এই আইপিএলে পার্পেল ক্যাপ জিতেছে চেন্নাই সুপার কিংসের ইমরান তাহির
  • Ø  এই গোটা আইপিএল টুর্নামেন্টের ইমার্জিং প্লেয়ার অফ আইপিএল খেতাবটি জিতেছে শুভমান গিল যে কেকেআরের হয়ে খেলত

আইপিএলের ইতিহাসের কিছু পয়েন্ট

  • Ø  আইপিএলে সবথেকে বেশি রান করেছেন বিরাট কোহলি
  • Ø  আইপিএলের সব থেকে বেশি সিক্স মারার রেকর্ড রয়েছে ক্রিস গেলের কাছে
  • Ø  আইপিএলের সব থেকে বেশি উইকেট নিয়েছে লুসিদ মালিঙ্গা (170 টি)
  • Ø  প্রথম ক্যাপ্টেন হিসাবে 100 টি ম্যাচ জিতিয়েছেন মহেন্দ্র সিং ধোনি


No comments